Home / তথ্য ও প্রযুক্তি / রাজশাহী ই-কমার্স উদ্যোক্তা এবং ক্রেতাদের জন্য সুখবর রাজশাহীতে “ই-কমার্সের ডাক”

রাজশাহী ই-কমার্স উদ্যোক্তা এবং ক্রেতাদের জন্য সুখবর রাজশাহীতে “ই-কমার্সের ডাক”

ই-ক্যাব ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে ৩০ মার্চ থেকে দেশের আটটি বিভাগীয় শহরের পোস্ট অফিস প্রাঙ্গণে পর্যায়ক্রমে ই-কমার্স মেলা অনুষ্ঠিত হচ্ছে।  এর মধ্যে ৩০ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এবং ৬ এপ্রিল রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে , ১৩ এপ্রিল সিলেটে, ২০ এপ্রিল খুলনায়, ২৭ এপ্রিল রংপুরে, ৪ মে বরিশালে, ১১ মে ময়মনসিংহে এবং ১৮ মে ঢাকায় মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে আয়োজিত দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে উদ্যোক্তাদের উজ্জীবিত করতেও মেলা উপলক্ষে নেওয়া হয়েছে ডিজিটাল প্রচারণার উদ্যোগ। শুধু তা-ই নয়, মেলা উপলক্ষে সপ্তাহব্যাপী ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় চলবে প্রচার-প্রচারণা। এতে ভোক্তা, ব্যবসায়ী এবং উদ্যোক্তার এক সৌহার্দপূর্ণ মিলনমেলা হবে।

আজ থেকে চার বছর আগে প্রতিষ্ঠা লাভ করে, সেই অবস্থা থেকে ই-কমার্স খাতটিকে আজকের এই সুসংহত অবস্থানে নিয়ে এসেছে ই-ক্যাব। ই-ক্যাবের ৯০০ সদস্য কোম্পানি এবং ৫০,০০০ এর অধিক  এফ-কমার্স ব্যবসায়ীদের নিয়েই দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতকে একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে ই-ক্যাব, এর অংশ হিসেবে রাজশাহীতে হতে যাচ্ছে ই-কমার্স মেলা। ই-কমার্স কোম্পানীগুলোর হাজারো অফার, ডিস্কাউন্ট আর ফ্রী গিফট নিয়ে রাজশাহী মাতাতে আগামি ০৬ এপ্রিল (শনিবার) হতে যাচ্ছে দিন ব্যাপি ই-কমার্স মেলা “ই-কমার্সের ডাক

ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/2377915258886395/

তথ্যসূত্রঃ অনলাইন নিউজ পোর্টাল।

Social Media Share
  •  
  •  
  •  
  •  
  •  
PowerWeb IT Service

About Sujon Kumar

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।