Home / ঐতিহ্য / রাজশাহী শহরে ঘূর্ণিঝড় ফণীর অবস্থান সরাসরি দেখুন
ঘূর্ণিঝড় ফণী

রাজশাহী শহরে ঘূর্ণিঝড় ফণীর অবস্থান সরাসরি দেখুন

রাজশাহী শহরে তীব্র ঘূর্ণিঝড়ের হুমকির সম্মুখীন হতে চলেছে, ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে বাংলাদেশও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের প্রবল এই ঘূর্ণিঝড়ের অবস্থান মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক ওয়েবসাইট উইন্ডি তাদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করছে।

ফণীর গতি কোন দিকে তা দেখতে উপরের লাইভ চার্টের প্লে বাটনে ক্লিক করুন। প্লে বাটনে ক্লিক করলে পরবর্তী প্রতি ঘণ্টায় ফণী কোথায় অবস্থান করবে, তা দেখিয়ে দিবে।

অতিপ্রবল ঘূর্ণিঝড় ফণী (বাংলা: ফণীর অর্থ “একটি সাপের ফণা”) বর্তমানে একটি শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় যা ভারত এবং বাংলাদেশকে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ের হুমকির সম্মুখীন করছে। ঘূর্ণিঝড় ‘ফণী’ নাম দিয়েছে বাংলাদেশ। এর অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী। দ্বিতীয় নামাঙ্কিত আবহাওয়াভিত্তিক ঝড়, ভারত আবহাওয়া বিভাগের (আইএমডি) নামাঙ্কিত প্রথম ঝড় এবং ২০১৯ সালের উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম তীব্র ঘূর্ণিঝড় ফণী ভারতীয় মহাসাগরের সুমাত্রার পশ্চিমে অবস্থিত একটি ক্রান্তীয় নিম্নচাপ থেকে উদ্ভূত হয়েছিল ২৬ এপ্রিল।

১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত এপ্রিল মাসে বঙ্গোপসাগরে যতগুলো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, তার কোনোটি কখনো এত শক্তিশালী আকার ধারণ করেনি। প্রবল ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ সাধারণত ৮৯ থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।


তথসুত্রঃ উইন্ডি ওয়েবসাইট

Social Media Share
  •  
  •  
  •  
  •  
  •  
PowerWeb IT Service

About Sujon Kumar

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।